শিবলিঙ্গে জড়িয়ে বিশালাকৃতি জ‍্যান্ত সাপ ! কৌতুহলী মানুষের ভীড় প্রাচীন মন্দিরে

17th September 2020 10:07 pm বাঁকুড়া
শিবলিঙ্গে জড়িয়ে বিশালাকৃতি জ‍্যান্ত সাপ ! কৌতুহলী মানুষের ভীড় প্রাচীন মন্দিরে


নিজস্ব সংবাদদাতা ( ইন্দাস ) :  শিবলিঙ্গে সর্প বেষ্টনী দেখতে উপচে পড়ল মানুষের ভীড় ।  বাঁকুড়া জেলার ইন্দাস থানার বেতালন গ্রামের ঘটনা । মহালয়ার পূর্ণ তিথিতে এই ঘটনাকে মহাদেবের মহিমা বলেই মনে করছেন গ্রামের ধর্মপ্রাণ মানুষেরা । মহালয়ার  সকালে শিব মন্দির পরিষ্কার করতে গিয়ে মন্দিরের সেবাইত অসিত কুমার পন্ডিতের নজরে পড়ে বিশালাকৃতির সাপ বেষ্টন করে আছে শিবলিঙ্গে । এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান তিনি।  খানিক পরে সম্বিত ফিরে এলে তিনি ঘটনার কথা সবাইকে জানাতে তা নিমিষেই ছড়িয়ে পড়ে ইন্দাস এর বেতালন গ্রামজুড়ে । এরপরই ভিড় জমে যায় মন্দিরে ।  সবাই শিবলিঙ্গে সর্প বেষ্টনী র দুর্লভ মুহূর্ত চাক্ষুষ করতে থাকেন । ইন্দাসের এই শিব মন্দির বহু প্রাচীন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে । এই মন্দিরের বহু মহত্ত্বের কথা ছড়িয়ে আছে । মানুষের বিশ্বাস মহালয়ার পূর্ণ তিথিতে শিবের মহিমায় এই সর্প বেষ্টনীর সৃষ্টি হয়েছে । তাই গ্রামের ধর্মপ্রাণ মানুষ এইদৃশ্য চাক্ষুষ করে পূর্ণ লাভের জন্য ভিড় জমান মন্দিরে । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।